দেশজুড়ে

তীব্র শীতেও ঠাকুরগাঁওয়ে স্কুল বন্ধ নিয়ে হযবরল অবস্থা

ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও বন্ধ করা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে তীব্র শীতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে বলে জানা গেছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

এত শীতেও জেলার শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা দেননি। অভিভাবকরা বলছেন, সকালে প্রচণ্ড শীত থাকে। এ অবস্থায় স্কুলে যেতে খুব কষ্ট হয়। এছাড়া শিশুদের ঠান্ডা লেগে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুল বন্ধের কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। জেলা থেকে যদি স্কুল বন্ধের নির্দেশনা দিতো তাহলে আমরা স্কুল বন্ধ দিয়ে দিতাম। আর এটাতো অনেকটা সমন্বয় করে দিতে হয়। যার ফলে একটা সময়ের ব্যাপার, হঠাৎ করে স্কুল বন্ধ দেওয়া যায় না।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার বলেন, আমরা আজকের তাপমাত্রা গুগলে দেখতে পেয়েছি ১১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া আজ আমরা কৃষি অফিসের সঙ্গে কথা বলে কাল যদি একই তাপমাত্রা থাকে তাহলে সকালে স্কুল বন্ধ দেওয়া হবে। এছাড়াও সকালে তাপমাত্রা জেনে প্রত্যেকটা স্কুলে তথ্য পাঠানো, আবার সেই স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে তথ্য পাঠিয়ে বন্ধ দেওয়া অনেকটা অসম্ভব।

তানভীর হাসান তানু/এফএ/জিকেএস