তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বগুড়ার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সংশ্লিষ্ট দফতর থেকে পৃথকভাবে বিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। ফলে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
বগুড়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক নুরুল হক বলেন, সকাল ৬টায় বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় আজকের জন্য সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, রাজশাহীতে আবহাওয়ার সার্বিক অবস্থা নিয়ে মিটিং হবে। সেখানে পরিস্থিতি তুলে ধরা হবে। এরপর আগামী দিনের সিদ্ধান্ত নিশ্চিত হওয়া যাবে।
আরএইচ/জিকেএস