দেশজুড়ে

ব্রিজের নিচ থেকে উদ্ধার বস্তাবন্দী পল্লি চিকিৎসক

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাজিম দেওয়ান (৬২) নামের বস্তাবন্দী এক পল্লি চিকিৎসককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে পৌর এলাকার বাকাইল মহিলা কলেজ সংলগ্ন ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

নাজিম দেওয়ান নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কলেজ সংলগ্ন ব্রিজের নিচে একটি বস্তার মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা খুলে দেখেন। এ সময় ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ তাকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তার ছোট ছেলে আলিফ দেওয়ান পরিচয় শনাক্ত করেন। তিনি জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লোহাগড়া বাজারে যাওয়ার সময় নিখোঁজ হন তিনি। শনিবার সকালে লোহাগড়া থানায় একটি ডায়েরি করি। নিখোঁজের চারদিন পর বাবার সন্ধান পাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি আমরা।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, স্থানীয়রা তাকে বস্তাবন্দী অবস্থায় জীবিত উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখনও তার জ্ঞান ফেরেনি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানা যাবে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস