টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়করে রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি লালমনিরহাটের নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শহর আলী (২৫)। আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশার আরও চার যাত্রী। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরও একজন মারা যান। দু`জনের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এসএস/পিআর