মেহেরপুরে ভারতীয় ফেনসিডিলসহ ইনসান বিশ্বাস নামের এক মাদক কারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মাদক কারবারি ইনসান বিশ্বাস মুজিবনগর উপজেলার সীমান্তবর্তি জয়পুর গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর গ্রামের মাদক কারবারি ইনসান বিশ্বাসের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তার বসত ঘর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
আসিফ ইকবাল/এনআইবি/এমএস