দেশজুড়ে

বগুড়ায় খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় খাদ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচ এম আসিফ বিন ইকরাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শেরপুরের স্বরপাতা দইঘর ও রিংকী সুইটসে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মিষ্টি ও দই উৎপাদনের প্রক্রিয়া অপরিষ্কার ও নোংরা পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিতে ১৫ কেজি গন্ধ ও ফাঙ্গাসযুক্ত মাওয়া আর দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দের পর ধ্বংস করা হয়। এসব অপরাধে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা সহযোগিতা করেন।

আরএইচ/এমএস