দেশজুড়ে

কাপড়ের রং দিয়ে বেকারির খাবার তৈরি, লাখ টাকা জরিমানা

বগুড়ায় মুক্তা বেকারি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের পালশা এলাকায় এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় জানায়, মুক্তা বেকারিতে অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাবার উৎপাদন করতে দেখা যায়। এছাড়া খাবার তৈরিতে পোড়া তেল, ক্ষতিকর টেক্সটাইল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। খাবার সংরক্ষণ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি, পাখির বিষ্টাসহ তেলাপোকা ও ইঁদুরের বিচরণ লক্ষ্য করা যায়।

এসব অপরাধে মুক্তা বেকারির ব্যবস্থাপক সাইদুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আসিফ বিন ইকরাম এক লাখ টাকা জরিমানা আদায় এবং জব্দ করা খাবার ধ্বংস করেন।

অভিযানকালে নিরাপদ বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল ও র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এনআইবি/জেআইএম