বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগারিতে কবি সুহিতা সুলতানাকে মধুসূদন পদক দেওয়া হয়েছে।
যশোরের জেলা প্রশাসক আরবাইল হাসান মজুমদারের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে কবি সুহিতা সুলতানার হাতে পদক তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
এর আগে কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, পৌর মেয়র রফিকুল ইসলাম, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অলোচনায় অংশ নেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খন্দকার খসরু পারভেজ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতন ও নওয়াপাড়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী শওকত শাহী।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন যশোর জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া জাহান ঝুরকা ও খুলনা বেতারের আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান।
মিলন রহমান/এএইচ/এমএস