দেশজুড়ে

শরীয়তপুরে দুই ইউপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় ঘটেছে। সংঘর্ষে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার তুলাসার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আমিন উদ্দিন ফকির ও আওয়ামী লীগের স্বতন্ত্র পদ প্রার্থী মো. জাহিদ ফকিরের সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালাতে যায়। এসময় দুইপক্ষ মুখোমুখী হলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তুলাসার ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোফাজ্জল হোসেন বাঘাসহ লুৎফর ফকির ও জহির বেপারী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ ফকির জানান, আমার সমর্থকরা ভোট চাইতে গেলে আমিন উদ্দিন ফকিরের লোকজন হামলা চালায়। এতে আমার লোকজন আহত হয়। আর এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী মো. আমিন উদ্দিন ফকির জানান, তারা নিজেরা মারপিট করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। ছগির হোসেন/এআরএ/এমএস