দেশজুড়ে

কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি

কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেঁকে গেছে জনপদ। ফলে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বেশি ভোগন্তিতে পড়েছেন নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ।

এদিকে, শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকায় জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পৌর শহরের মানিক বলেন, ‘গত ২০ দিন থাকি ঠান্ডা, কমছেই না। আমরা যারা দিন করে দিন খাই, আমারগুলার সমস্যা হইছে।’

ফারাজি পাড়া গ্রামের হাফিজুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, সকালে যখন বোরো ধানের বীজতলায় কাজ করি তখন হাত পা বরফ হয়ে যায়। অনেকদিন থাকি ঠান্ডার এমন অবস্থা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২৮ তারিখের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ফজলুল করিম ফারাজী/এএইচ/এমএস