দেশজুড়ে

চালের গুদামে অভিযান, তিন মালিককে জরিমানা

যশোরের বেনাপোলে তিনটি চালের গুদামে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেনাপোল বাজারের ভূঁইয়া ট্রেডার্স, হাজি স্টোর ও লিপু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব চালের আড়তে মূল্যতালিকা না থাকা, দাম বৃদ্ধিসহ চাল মজুতের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফারহানা ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম