দেশজুড়ে

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোলায়মান হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় জসিম সিকদার (৩২) নামের আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে।

সোলায়মান হক বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের আব্দুল হকের ছেলে। জসিম সিকদার একই এলাকার নজরুল সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন জসিম সিকদার। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের বাধা দিতে এগিয়ে যান সোলায়মান হক। দুর্বৃত্তরা জসিম সিকদারকে ফেলে দিয়ে সোলায়মানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত করার জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ আহত যুবকের সঙ্গে কথা বলেছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

মিলন রহমান/আরএইচ/এএসএম