দেশজুড়ে

বগুড়ায় ব্যাংকের ভোল্ট ভেঙে ১০ লাখ টাকা চুরি

বগুড়া সদরে এনআরবিসি ব্যাংকের উপ-শাখায় ভোল্ট ভেঙে পৌনে ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজলার শাখায়িরা ইউনিয়নের পল্লীমঙ্গল হাটে ব্যাংকের ভবনটির সিঁড়িঘরের তালা কেটে চুরির এই ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। আজ শনিবার সকালে জাতীয় পরিসেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

ব্যাংকটির ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, দুইদিন আগে বৃহস্পতিবার হিসাব-নিকাশ করে ব্যাংক বন্ধ করা হয়। আজ সকালে তারা বাড়িটির মালিকের কাছে জানতে পারেন সেখানে চুরির ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্লীমঙ্গল হাটে দুইতালা পাকা বাড়ি। সেখানে নিচতলার একটি ইউনিটে এনআরবিসি ব্যাংক ও এসকেএস এনজিও। অপর পাশের ইউনিটে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক থাকেন। এনআরবিসি ব্যাংক ও এসকেএসের মতো গুরুত্বপূর্ণ দুইটি প্রতিষ্ঠান সেখানে থাকলেও বাড়ির ভেতরে বা বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এছাড়াও নিরাপত্তার জন্য প্রহরীও রাখেনি প্রতিষ্ঠান দুটি। দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর বেয়ে ওপরে উঠে সিঁড়ি ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে৷

এনআরবিসি ব্যাংকে প্রবেশ করে তারা ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরি করে। যেই ঘরে ভোল্ট রাখা আছে সেখানেও কোনো ক্যামেরা ছিল না। এছাড়াও ভোল্টের তালা ছিল খুবই দুর্বল৷

বাড়ির মালিক আব্দুর রাজ্জাক বলেন, আজ ভোরে ঘুম ভাঙার পর হাঁটার জন্য বাড়ি থেকে বের হতে গিয়ে দেখি বাইরে থেকে বন্ধ। পরে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে দরজায় দেওয়া তালা কেটে আমাকে বের করে। বের হয়ে দেখি ব্যাংকের গেটের তালা ভাঙা। বিষয়টি আমি ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর পর জাতীয় পরিসেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দিই। বাড়ির মূল গেট বন্ধ ছিল। ছাদের ওপর গিয়ে সিঁড়ি ঘরের তালা কেটে দুর্বৃত্তরা এই কাজ করেছে।

বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধা আক্তার বলেন, এটি মূলত এনআরবিসি ব্যাংকের একটি উপশাখা। ব্যাংক কর্মকর্তা বলছেন তাদের ভোল্ট থেকে গতরাতে ৯ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি মূলত এনজিওর সঙ্গে সংযুক্ত একটি উপশাখা যেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল।

এফএ/এএসএম