যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমসে মেহেদী হাসান (২১) নামে এক যুবকের পায়ুপথে ২৩৩ গ্রাম ওজনের দু’টি সোনারবার পাওয়া গেছে। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা তাকেকে আটক করেছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় সন্দেহজনকভাবে ওই যুবককে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।
আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী একটি সোনার চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাবে। পরে তারা চেকপোস্টে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মেহেদী হাসান নামে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুটি সোনারবার আছে বলে স্বীকার করে। পরে মেহেদীর পায়ুপথ থেকে সোনারবার দুটি জব্দ করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন জাগো নিউজকে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
জামাল হোসেন/এনআইবি/এসএম