চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তলসহ মো. রূপচান রনি (৩৪) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জমিনপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রনি উপজেলার জমিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার বিকেলে জামিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রূপচান রনি। ধাওয়া করে ধরার পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রনি তিনটি বিওপির তালিকাভুক্ত চোরাকারবারি বলেও জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বিজিবির দায়ের করা মামলায় রূপচান রনিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২১টি দেশি-বিদেশি পিস্তল ৩৭৯ রাউন্ড গুলিসহ ১২জনকে করা হয়েছে।
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস