বিনোদন

মেন্টাল নিয়ে মুম্বাইয়ে পড়শী

শাকিব খানের নতুন নায়িকা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বর্তমানে ভারতের মুম্বাই শহরে অবস্থান করছেন। নবাগত পরিচালক শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ চলচ্চিত্রের একটি গানের প্লেব্যাকের জন্য পড়শী মঙ্গলবার সকালে মুম্বাই গেছেন বলে পড়শীর ভাই সম্পদ।তিনি জানান, ‘মেন্টাল’ সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন পড়শী। মুম্বাই থেকে এসে গাজীপুরে বিজয় মেলার একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এ ছাড়াও আসছে নববর্ষে কয়েকটি কনসার্টেও গান গাইবেন পড়শী।সম্প্রতি পড়শী ‘টার্গেট’ ও ‘গোল্লাছুট’ নামের ‍দুটি চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন। ‘মেন্টাল’ এ অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউড চলচ্চিত্রে পা রাখছেন তিনি। ‘মেন্টাল’ এ তাকে দেখা যাবে একজন গায়িকার চরিত্রে। ‘মেন্টাল’ সিনেমায় আরও অভিনয় করছেন তিশা, আঁচল প্রমুখ।