গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনের বেলা দোকানের তালা কেটে ৬৯টি মোবাইলফোন চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গোবিন্দগঞ্জ শহরের টিএস প্লাজায় এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক সুমন মিয়া জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পান। এসময় দোকানে ঢুকে দেখতে পান তার দোকানের র্যাকে সাজানো মোবাইলফোন নেই। পরে সিসি ক্যামেরায় দেখেন, সকাল সোয়া ৯টায় দোকান খুলে ভেতরে প্রবেশ করে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন দুজন।
তিনি আরও জানান, দোকান থেকে ৬৯টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চুরি হয়েছে। এগুলোর দাম প্রায় ৯ লাখ টাকা। বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
শামীম সরকার শাহীন/এসআর