তথ্যপ্রযুক্তি

প্রযুক্তি কাপ ক্রিকেটের মিডিয়া পার্টনার সি-নিউজ

শুরু হয়েছে ৪র্থ মাইক্রোসফট প্রযুক্তি কাপ ক্রিকেট। গত মাসের ১৬ তারিখ গুলশানের একটি হোটেলে মাইক্রোসফট প্রযুক্তি কাপ এর ৪র্থ আসরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাইক্রোসফট বাংলাদেশর ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির।এবার সিক্স-এ-সাইড টুর্নামেন্টে বিআইজেএফসহ মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। কর্পোরেট প্রযুক্তি লিঃ  প্রতি বছর এ টুর্নামেন্ট আয়োজন করে থাকে। কো-আয়োজক হিসেবে থাকছে মাইক্রোসফট, কো-স্পন্সর সিনোলজি, বেভারেজ পার্টনার ক্লেমন, এবারের খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত ও প্রকাশিত ম্যাগাজিন সি-নিউজ। সংবাদ-বিজ্ঞপ্তি। এআরএস/আরআইপি