দেশজুড়ে

নওগাঁয় আলুক্ষেতে মিললো ৩ আগ্নেয়াস্ত্র

নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর থানার বক্তারপুর এলাকার একটি আলুক্ষেত থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে র‍্যাব। 

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

র‍্যাব জানায়, নওগাঁ সদর থানার বক্তারপুর এলাকায় মাদক ও অস্ত্র সরবরাহর তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চাকলা থেকে শ্যামপুরগামী রাস্তার পাশে একটি আলুক্ষেতে তিনটি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার আগ্নেয়াস্ত্রগুলো নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

মশিউর রহমান/এনআইবি/জিকেএস