সিরাজগঞ্জে নাশকতা মামলায় যমুনা নদীর পুরোনো জেলখানা ঘাট এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামিরা দুটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতাররা হলেন সদর উপজেলার নয়াচড়া গ্রামের জালাল শেখের ছেলে ইসলাম শেখ (২১), চর ছোনগাছা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৩), কাদাই গ্রামের আইয়ুব আলীর ছেলে হাসানুর রহমান হাসান (২২), ভারাঙ্গা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মুসা (২০), কয়েলগাঁতী গ্রামের খোকন তালুকদারের ছেলে খালিদ হাসান (১৯), বানিয়াগাঁতী গ্রামের জহুরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২০), পোড়াবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আল ছাহাব (১৭), পাইকপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে হুমায়ন কবির (২০), ভারাঙ্গা কড্ডা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে লাদেন শেখ (১৯), জারিলা গ্রামের হজরত আলীর ছেলে ছাব্বির হোসেন (১৭), চন্দ্রকোনা গ্রামের আতাউর রহমানের ছেলে আহাদ (১৬), বানিয়াগাঁতী গ্রামের সন্তোষ শেখের ছেলে শরিফুল ইসলাম (১৯) ও সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের ছানু শেখের ছেলে আবির হোসেন সোহান (১৬), জারিলা পোড়াবাড়ী গ্রামের হাসিনুর রহমানের ছেলে রাজু আহম্মেদ (২০) ও আব্দুল আলিমের ছেলে নাজমুল হাসান (১৭)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আসামিদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম এ মালেক/এসআর/এএসএম