দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকার, আটক ২০

বাগেরহাটে সুন্দরবনের রেখামারী এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকারের সময় ২০ জেলেকে আটক করেছে বনবিভাগ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে অভিযানকালে জেলেদেরকে আটকসহ ১১টি নৌকা ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন সোহাগ খান, মামুন ফকির, কৃষ্ণ মণ্ডল, নূর সাদেক, শহীদ শেখ, হরমুজ মুছল্লি, সুজন গাজী, আবদুল্লা শেখ, ছেলে রবিউল শেখ, মোকলেস শেখ, সাইফুল ফকির, হাসান শেখ, বোরহান, শাহদত, জসিম মল্লিক, ছয়ফুল্লা মল্লিক, জোবায়ের সরদার, সবুজ শেখ, হোসেন গাজী ও ইয়াসিন গাজী। এসব জেলেদের বাড়ী মোংলার সোনাইলতলা ও রামপালের বড় কাটালী এলাকায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মহসিন আলী জাগো নিউজকে জানান, এখন কাঁকড়ার প্রজনন মৌসুম চলছে। তাই জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস কাঁকড়া ধরা বা কোনো নৌযান বনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্ত এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করছিলো। গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাতে পশুর নদী সংলগ্ন সুন্দরবনের রেখামারী খাল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার ফাঁদ, কুইচ্চা মাছ (কাকঁড়ার খাবার), ককশিট বক্সসহ ১১টি নৌকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মহসিন আলী।

আবু হোসাইন সুমন/এনআইবি/এমএস