রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়াতে ভ্যানচাপায় আনিশা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের টাকাপোড়া ঈদগাহ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত শিশু আনিসা উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সড়কের ওপর ট্রাকে পাটকাঠি লোড করছিল। পাশ দিয়ে ভ্যান যাওয়ার সময় শিশু আনিসার বুকের ওপর দিয়ে উঠে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, বেলা সাড়ে ১১টার সময় ওই শিশুকে হাসপাতালে আনা হয় এবং হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/জিকেএস