দেশজুড়ে

নার্সিং কলেজ হোস্টেলে ফ্যানে ঝুলছিল ছাত্রী

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজে সুজারলিন জার্লেট গোমেজ (২২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুমুদিনী কমপ্লেক্সের নার্সিং হোস্টেলের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। তিনি ডিপ্লোমা নার্সিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী।

সুজারলিন জার্লেট গোমেজ গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার চড়াখোলা গ্রামের জেরোম গোমেজের মেয়ে। তিনি কুমুদিনী হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে শিক্ষার্থী হিসেবে সেবিকার কাজ করতেন।

পুলিশ জানায়, নার্সিং হোস্টেলে তার সঙ্গে আরও তিন ছাত্রী থাকতেন। সকালে তার সহপাঠীরা কুমুদিনী হাসপাতালের ওয়ার্ডে কাজে যায়। এরই মধ্যে কোনো এক সময় সে কক্ষের ভেতরেই ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। দুপুর আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। সন্ধ্যায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাফুজুর রহমান মরদেহ উদ্ধার করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে জানান, ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদতন্তের জন্য মরদেহ টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এস এম এরশাদ/এনআইবি/এএসএম