দেশজুড়ে

নাটোরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নাটোরে বিদেশি পিস্তলসহ আব্বাস আলী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্বাসের নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আব্বাস চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, রাজশাহী থেকে আঁচল পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছিলেন আব্বাস। পথে কাছিকাটা টোলপ্লাজায় পুলিশি তল্লাশিকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আব্বাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গুরুদাসপুর-সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামান বলেন, গ্রেফতার আব্বাসকে একান্তে জিজ্ঞাসাবাদ করেছেন। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম