দেশজুড়ে

বাসের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

নীলফামারীতে মিনিবাসের ধাক্কায় ওহাব খান (৪৫) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের অনির্বাণ ম্যাচ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওহাব খান সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়ার মৃত রহিম খানের ছেলে। তিনি তিন মাসের ছুটিতে সৌদি আবর থেকে ১৫ দিন আগে দেশে ফিরেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের অনির্বাণ ম্যাচ ফ্যাক্টরির সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন ওহাব খান। এসময় বিপরীত দিক থেকে আসা এক মিনিবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।জাহেদুল ইসলাম/এআরএ/এবিএস