দেশজুড়ে

নেচে-গেয়ে রাজবাড়ীতে বসন্ত বরণ উৎসব উদযাপিত

রবীন্দ্র সংগীত, আবৃত্তি এবং নাচ-গানের মধ্য দিয়ে রাজবাড়ীতে বসন্ত বরণ উৎসব উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী উদযাপন পরিষদের আয়োজনে জেলা শজরের আজাদী ময়দানে এ উৎসব শুরু হয়।

এসময় রাজবাড়ী রবীন্দ্র সংগীত সম্মীলন পরিষদ, অরনী সাংস্কৃতিক সংসদ, রাবেয়া কাদের ফাউন্ডেশন, দিব্য নৃত্যকলা একাডেমি, বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও রোকনুজ্জামান দাদা ভাই, শিশু সংগঠন সমুহের পরিবেশনায় উৎসবে পরিবেশিত হয় একক, সমবেত সংগীত, কবিতা আবৃত্তিসহ দলীয় ও একক নৃত্য ।

উৎসবে বসন্ত বরণ উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মনিরুল হক, সদস্য সচিব আজাদ সিদ্দিকী মিলনসহ সাংস্কৃতিক সংগঠন সমূহের সদস্য এবং সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন।

উদযাপন পরিষদের আহ্বায়ক মনিরুল হক জাগো নিউজকে বলেন, বাঙ্গালী জাতির পুনজাগরণের জন্য বিশেষ দিনগুলোতে তারা অনুষ্ঠান করে থাকেন। ১২ পার্বণের মধ্যে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, পৌষ উৎসবসহ জাতীয় বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারিসহ সব দিবস রাজবাড়ী উদযাপন পরিষদের মাধ্যমে পালন করেন। আজ তারা সাধারণ মানুষকে এরমধ্যে সম্পৃক্ত করতে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে সাংস্কৃতিক কর্মী-সংগঠকরা যেন ভালোভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে পারে সে জন্য যথাযথ কর্তৃপক্ষকে সুন্দর পরিবেশ তৈরির অনুরোধ জানান তিনি।

রুবেলুর রহমান/এনআইবি/এমএস