দেশজুড়ে

রাজবাড়ীর ৭ অবৈধ ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী সদর উপজেলার সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানকালে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন লঙ্ঘনের দায়ে নিমতলার রনজিৎ কুমার দাসের এবিসি ব্রিকসকে দুই লাখ, মজলিসপুরের এনামুল হক শামীমের মেসার্স এ অ্যান্ড বিকে দুই লাখ, মজলিসপুরের ইউসুফ হোসেনের মেসার্স আর অ্যান্ড ডি ব্রিকসকে দুই লাখ, মজলিসপুরের কামাল মিয়ার মেসার্স এফএবি ব্রিকসকে দুই লাখ, মহারাজপুরের মকিম খানের মেসার্স আরএএস ব্রিকসকে দুই লাখ, নিমতলার শওকত খানের মেসার্স একেএম ব্রিকসকে এক লাখ ও উদয়পুরের মকিম খানের মেসার্স সনি ব্রিকসকে দুই লাখ টাকাসহ সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, দিনব্যাপী অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে সাতটি ভাটাকে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার‌্যালয়ের পরিদর্শক জাহিদ হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার‌্যালয়ের পরিদর্শক টিপু সুলতান ও কর্মচারীবৃন্দ।

অভিযানে ফরিদপুর র‌্যাব-১০ এর সদস্যবৃন্দ এবং রাজবাড়ী জেলার পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এনআইবি/এমএস