লালমনিরহাটের কালীগঞ্জে মিউজিক বক্সে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মন্দাদিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
আমির হোসেন ওই এলাকার কোহিনূর রহমানের ছেলে। সে লতাবর সরকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বসত ঘরের রুমে মিউজিক বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিশুটি সবার অজান্তে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার নানী বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এনআইবি/এমএস