খেলাধুলা

গেটাফের জালে ৪ গোল দিয়ে সেরা দুইয়ে বার্সেলোনা

রাফিনহার দুর্দান্ত এক রাত কাটলো। গোল করলেন, করালেনও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আলো ঝলমলে পারফরম্যান্সে ভর করে শনিবার রাতে লা লিগার ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা।

ঘরের মাঠে গেটাফেকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। একইসঙ্গে জিরোনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে তারা।

দাপট দেখিয়ে খেলা ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় গোল করেন রাফিনহা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে করে আরও তিন গোল।

৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোয়াও ফেলিক্স। ৬১ মিনিটে রাফিনহার দুর্দান্ত পাসে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন ফেরমিন লোপেস।

এই জয়ের পর ২৬ ম্যাচে ১৭ জয়ে ৫৭ পয়েন্ট বার্সেলোনার। লিগ টপার রিয়াল মাদ্রিদের এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৬২।

এমএমআর/এমএস