সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহে ট্যাংকলরি চাপায় মুক্তিযোদ্ধাসহ ২ সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলা সদরের রামবাড়ি মহল্লার মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৭০) ও গাড়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের বড় ভাই আব্দুল মান্নান (৬৫)। গুরুতর আহতদের মধ্যে রামবাড়ির আইয়ুব আলীকে (৫৩) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহজাদপুর থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি অটোরিকশা উল্লাপাড়া যাচ্ছিল। অটোরিকশাটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহে পৌঁছালে একটি ট্যাংক লরি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।এদিকে মুক্তিযোদ্ধা চাঁন মিয়া নিহত হওয়ার ঘটনায় শাহজাদপুর আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে দাফন কাজ সম্পন্ন হবে। বাদল ভৌমিক/এসএস/এমএস