জাতীয়

ছাদ থেকে সপরিবারে নিরাপদে নেমেছেন অধ্যাপক কামরুজ্জামান

বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে আটকা পড়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। এক পর্যায়ে ভবনের ছাদে অবস্থান নেন এবং নিরাপদে নেমে আসেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে লাগা এ আগুনে অনেকের সঙ্গে আটকা পড়েন পরিবেশ বিজ্ঞান বিভাগের এই চেয়ারম্যান।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন। রাত ৯টার পর আগুন লাগলে তিনি সপরিবারে আটকা পড়ার কথা জানান। এর ঘণ্টা দুয়েক পর জানান তারা এখনো বেঁচে আছেন।

রাত ১২টার কিছু পরে তিনি ছাদ থেকে নিরাপদে নেমে আসার কথা জানান। এসময় তিনি অন্য তলাগুলোতে অনেক হতাহত আছে বলে উল্লেখ করেন।

ভয়াবহ এ আগুনে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আহত বহু।

এএসএ/কেএসআর