দেশজুড়ে

চাঁদপুরে অবৈধ কারেন্টজাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজারে সুতা ও জুগি পট্টিতে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই সুতা ব্যবসায়ীকে মৎস্য সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মার্চ) দুপুরে পুরান বাজার সুতা পট্টিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় জাটকা নিধন প্রতিরোধে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।

অর্থদন্ড প্রাপ্ত ব্যবাসয়ীরা হলেন সুতা ব্যবসায়ী উত্তম কুমার বর্মন (৬০) ও সীমান্ত সরকার (২০)।

এ বিষয়ে হেদায়েত উল্লাহ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় তাদের হেফাজত থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

শরীফুল ইসলাম/এনআইবি/জেআইএম