দেশজুড়ে

সহকারী সচিব পরিচয়ে এসপিকে ফোন দিয়ে প্রতারণা, আটক ১

ওষুধের দোকানদার হয়েও নিজেকে পরিচয় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব। ফেব্রুয়ারি মাস থেকে এ পরিচয় দিয়ে বিটিসিএলের আলাপ অ্যাপ ব্যবহার করে একটি আইপি নম্বর থেকে কল দিতেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারকে। দফায় দফায় পুলিশ সুপারের সরকারি নম্বরে কল দিয়ে কনস্টেবল পদে একজনের জন্য চাকরির তদবির করতেন ইসমাইল হোসেন।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মধ্যবাজার থেকে ওই এক ভুয়া ‌সহকারী সচিবকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ভুয়া সহকারী সচিব ইসমাইল হোসেন নাচোল উপজেলার বেনিপুর গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবির (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বারবার পুলিশ সুপারকে সহকারী সচিব পরিচয়ে কনস্টেবল পদে নিয়োগের জন্য তদবির করতে থাকলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় নিশ্চিত হয় ডিবি। পরে নাচোলে তার ফার্মেসির সামনে থেকে আটক করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাটি স্বীকার করেছেন ওই যুবক।

ওসি আরও জানান, আটক ভুয়া সহকারী সচিব ইসমাইল হোসেনের সঙ্গে আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (৬ মার্চ) বিকেলে ভুয়া সহকারী সচিব ইসমাইল হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি।

সোহান মাহমুদ/এমএইচআর