ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার মানিকদিহি গ্রামে আবারো ৪টি মেছো বাঘ আটক করা হয়েছে। বুধবার সকালে গ্রামবাসীরা এ বাঘগুলো আটক করে। এর আগে ৫ এপ্রিল পার্শ্ববর্তী মান্দারবাড়িয়া গ্রাম থেকে একটি মেছো বাঘ আটক করেছিল গ্রামবাসী। পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বাঘটি উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসী সুত্রে জানা যায়, বুধবার সকালে জেলার কোটচাদপুর উপজেলার মানিকদিহি গ্রামের একটি জঙ্গল থেকে প্রথমে ৩টি মেছো বাঘের ছানা আটক করে গ্রামবাসী। পরে ওই গ্রামের মাঠে ফাদ পেতে তাদের মা বাঘটিকে আটক করা হয়। বাঘ ৪টি বর্তমানে ওই গ্রামের এক কৃষকের বাড়িতে রয়েছে। এ ব্যাপারে কোটচাদপুর বন বিভাগের রেঞ্জার নজরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি এবং বাঘ ৪টি উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।এফএ/পিআর