ব্রাহ্মণবাড়িয়ায় মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৩টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, বিনা লাভে এ বাজার পরিচালনা করা হচ্ছে। প্রথম দিনে বিক্রয় করা পণ্যের মধ্যে রয়েছে, তেল, ডাল, চিনি, পেঁয়াজ, ছোলা, বুট। রমজানের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ন্যায্য মূল্যে এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া আদালতের পিপি মাহবুবুল আলম খোকন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জাগো নিউজকে জানান, নিম্ন আয়ের হতদরিদ্র ও সাধারণ মানুষের কথা চিন্তা করে রমজান মাস জুড়ে ছাত্রলীগের পক্ষ থেকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। শহরের দক্ষিণে কাউতুলী ও উত্তর প্রান্তে মেড্ডায় এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। প্রথম দিন পাঁচ ধরনের পণ্য বিক্রয় করা হচ্ছে। এরপর থেকে যুক্ত হবে চাল, আটাসহ কিছু প্রয়োজনীয় সবজি।
আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/জিকেএস