চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও দ্রব্যমূল্য প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মার্চ) দিনব্যাপী জেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের গায়ে মূল্য প্রদর্শন না করায় শিবগঞ্জে দুটি প্রতিষ্ঠান ও জেলা শহরের পুরাতন বাজারের একটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিকেলে পৃথক বাজার তদারকিমূলক অভিযানে জেলা শহরের শান্তিমোড়ে সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পুরাতন তেল ব্যবহার করে ইফতার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বাজার তদারকিমূলক অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস