দেশজুড়ে

দুর্গাপুর সীমান্তে বিএসএফের হাতে ৪১ বাংলাদেশি নারী আটক

নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে ৪১ বাংলাদেশি নারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, দালাল চক্রের মাধ্যমে পাচারের সময় তারা বিএসএফ হাতে আটক হয়েছেন।নেত্রকোনার বিজিবি ১১নং ব্যাটালিয়নের ক্যাপ্টেন এফএম সাইফ জানান, ভারতের শিলং বিএসএফ ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়েছে। কামাল হোসাইন/এআরএ/এবিএস