দেশজুড়ে

রমজানে শুদ্ধর পণ্যে বিশেষ ছাড়

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ের শুদ্ধ নামের একটি কৃষিপণ্য বিপণন প্রতিষ্ঠান। পণ্যের প্রকারভেদে ৫ থেকে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মুনজের আলম মানিক বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আঠাস, কাটারি ভোগ, আতব ও জিরা চালে ৫ শতাংশ ছাড়, ঘিয়ে ৭ শতাংশ, সব ধরনের ফলে ১৫ ও দুধ ব্যতীত সব পণ্যে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া বাজারে এখন বেশিরভাগ পণ্যেই ভেজাল রয়েছে। এসব চিন্তা থেকে নিজে গরুর খামার করেছি। এমনকি আখের গুড়, সরিষার তেল, হাতে ভাজা মুড়ি, ধানের খৈ, ঢেঁকি ছাঁটা চালসহ আরও অনেক পণ্য নিজে উৎপাদন করি। এতে আমরা ভেজালমুক্ত খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’

সজিব আলী নামে এক ক্রেতা বলেন, চারদিকে ভেজাল পণ্যের ছড়াছড়ি। কিন্তু শুদ্ধ বিপণন প্রতিষ্ঠানে একটু বিশুদ্ধতার ছোয়া পাওয়া যায়। কারণ তারা সব ধরনের পণ্যে নিজেরাই উৎপাদন করে। খাঁটি সরিষার তেল কিনতে এসেছিলাম।

আব্দুল হাই নামের অপর এক ক্রেতা বলেন, শুদ্ধর আউটলেটে আসলে অন্যরকম অনুভুতি জাগে। কারণ তারা বহুদিনের পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এখানে নিজস্ব গরুর খামারের দুধ, হাতে ভাজা মুড়ি, ধানের খৈ, ঢেঁকি ছাঁটা চালসহ বিভিন্ন ধরনের ভেজালমুক্ত খাদ্যদ্রব্য পাওয়া যায়।

সোহান মাহমুদ/এএইচ/জিকেএস