দেশজুড়ে

নওগাঁয় বিজিবি চত্বরে বৈশাখী মেলায় জুয়ার আসর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৩ নওগাঁ চত্বরে বৈশাখী মেলার নামে জুয়ার আসর ও শহীদ মিনারে দর্শনার্থীরা জুতা পরে সেলফি তোলায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে মেলায় প্রবেশের সময় ১০ টাকা ও মোটরসাইকেল রাখার জন্য ২০ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শহরের সীমান্ত পাবলিক স্কুলের আয়োজনে ও বিজিবি-৪৩ নওগাঁর তত্ত্বাবধানে দিনব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়। সকাল থেকে হাজার হাজার মেলাপ্রেমী মেলায় সমাগম হয়। মেলা প্রাঙ্গণে প্রবেশের সময় গেট পাশ ও লাকী কুপনের নামে প্রত্যেক মেলায় আগত দর্শনার্থীর কাছ থেকে দশ টাকা টিকেট নেয়া হয়। সকালে মেলা প্রাঙ্গণে জুয়ার আসর না বসলেও দুপুর থেকে প্রায় ২০টি জুয়ার আসর বসানো হয়।অব্যবস্থাপনার সুযোগে স্কুল মাঠে থাকা শহীদ মিনারে উঠে দর্শনার্থীদের সেলফি তোলা ও আড্ডা দিতে দেখে সচেতন নাগরিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও মোটরসাইকেল আরোহীদের জন্যে ১০টাকা টিকিট নির্ধারণ করা হলেও প্রতিটি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে নেয়া হয়।মেলায় আসা দর্শনার্থী আমজাদ হোসেন, ওমর ফারুক, সাহিনা আক্তার জানান, প্রতি বছরের মত স্কুল প্রাঙ্গণে বিজিবির তত্ত্বাবধানে মেলার আয়োজন করা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলায় আসেন। কিন্তু গেট পাশ ও লাকী কুপনের নামে প্রত্যেক দর্শনার্থীর কাছ থেকে ১০ টাকা টিকেট নেয়া হয়েছে।মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান, আব্দুল­াহীল বাকি জানান, মোটরসাইকেল গ্যারেজ করার নামে ১০ টাকার স্থলে ২০ টাকা নেন বিজিবির সদস্যরা। তাদের বাড়তি ১০ টাকা নেয়ার ব্যাপারে প্রশ্ন করলে তারা কোনো কথা বলেননি। বাধ্য হয়ে ২০ টাকা করে দিতে হয়েছে।স্থানীয় মুন্নাফ রাহি জানান, সকাল থেকে শত শত শহীদ মিনারের উপর জুতা পরে আড্ডা ও সেলফি তুললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। সন্ধ্যা সাড়ে ৬ টার পর হঠাৎ করে বিজিবির সদস্যরা মিনারের উপর থেকে দর্শনার্থীদের নামিয়ে দেন। মেলায় আসা দর্শনার্থী আবু বক্কর, শফিকুল ইসলাম, এবাদুল হক, ফরহাদ হোসেন জানান, সরকার যেখানে জুয়ার ব্যাপারে কঠোর সেখানে বিজিবির তত্ত্বাবধানে মেলায় প্রায় ২০টি জুয়ার আসর বসানোতে জনসাধারণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। সন্ধ্যার পর বিজিবির সদস্যরা জুয়ার মেলা ভেঙে দিলেও কিছুক্ষণ পর আবারো শুরু হয় জুয়ার আসর।এ ব্যাপারে সীমান্ত পাবলিক স্কুলের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন মোটরসাইকেল রাখার জন্যে টাকা নেয়া, গেট পাশ ও লাকী কুপনের নামে টাকা নেয়ার সত্যতা স্বীকার করলেও জুয়ার আসর সম্পর্কে জানেন না বলে দাবি করেন। মেলায় প্রতি বছর প্রায় ২০ হাজার দর্শনার্থী আসেন।বিজিবি-৪৩ নওগাঁর অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, শহীদ মিনারে জুতা পরে দর্শনার্থী উঠার সংবাদ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জুয়ার আসর ভেঙে দেয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানান, বিষয়গুলো তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।আব্বাস আলী/এসএস/আরআইপি