সদ্য সমাপ্ত ১ম ও ২য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম-হানিফ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মিলপাড়া ফুটবল মাঠে দ্বিতীয় মেয়র কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ অনুভুতি ব্যাক্ত করেন। তবে পরবর্তিতে যাতে এমনটা আর না ঘটে সেদিকটা বিবেচনা করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ শতাধিক মানুষ খুন হয়েছিল সেটিও দেশবাসী ভোলেনি। তাই এসব অভিযোগ উপস্থাপন করার আগে নিজেদের চেহারাটা একবার আয়নায় দেখে নেয়া উচিত।এসময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে জনগণ সাড়া দেবে কার স্বার্থে, মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের স্বার্থে না তার নিজের স্বার্থে। জাতীয় ঐক্যের ডাক দেয়ার আগে নব্বই দিনের মানুষ পোড়ানো আন্দোলন সংগ্রামের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তার পর ভেবেচিন্তে দেখা হবে। এ সময় কুষ্টিয়া পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আনোয়ার আলী, প্যানেল মেয়ার মতিউর রহমান মজনুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল-মামুন সাগর/এফএ/এমএস