সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের স্ত্রী নাজমা রহিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ছিল ৮৩ বছর
তথ্যটি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।
নাজমা রহিম সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের চিফ হুইপ ইকবালুর রহিমের মা।
তার জানাজা আজ (বুধবার) রাত সাড়ে ৯টায় (তারাবির নামাজের পর) বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে।
নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এফএইচ/এমআইএইচএস/এমএস