বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে ওঠার কথা থাকলেও শেষমেশ মুক্তি বাতিল হলো আমেরিকান কমেডি ঘরানার চলচ্চিত্র ‘দি ইন্টারভিউ’-এর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাল্পনিক হত্যার পটভূমি নিয়ে নির্মিত এ ছবির প্রদর্শনী ঘিরে এরই মধ্যে সাইবার আক্রমণের মুখে পড়েছে সনি পিকচারস।পাশাপাশি হুমকিও ছড়াচ্ছে হ্যাকাররা। ছবিতে কিমের চরিত্র নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ তাদের। সবাইকে সতর্ক করে হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়, এ ছবি থেকে দর্শক যেন নিজেদের দূরে রাখে। মুক্তির আগে এ ধরনের হুমকি ও বিতর্কের কারণে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রেক্ষাগৃহ থেকে ছবিটির প্রদর্শনী বাতিল করা হয়। তাই সনি পিকচারসের পক্ষ থেকে জানানো হয় ছবিটির প্রদর্শনী বাতিলের কথা। নিজেদের এক বিবৃতিতে সনি কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের বেশির ভাগ প্রদর্শক হলে ছবিটি মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তাই ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না দি ইন্টারভিউ। সহযোগীদের এ সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। গত মাসে সনির বেশকিছু ডাটা চুরি করে একদল হ্যাকার। যারা নিজেদের পরিচয় দিয়েছে গার্ডিয়ানস অব পিস বলে।’৪৪ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন জেমস ফ্র্যাঙ্কো, সেথ রোজেন। এতে দেখা যায়, ফ্র্যাঙ্কো ও রোজেন কিম জং উনের সাক্ষাৎকার নেয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু ইন্টারভিউয়ের ছলে সিইআইএর হয়ে কিমকে হত্যার গোপন মিশন নিয়ে গিয়েছেন তারা। গত বুধবার নিউইয়র্কে প্রিমিয়ার অনুষ্ঠিত হয় দি ইন্টারভিউয়ের।