পাবনার ঈশ্বরদীতে ১৮০ গ্রাম কোকেনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) দিনরাতে ঈশ্বরদী বাজার থেকে তাদের আটক করে।
আটকরা হলেন, নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের সিদ্দীকের ছেলে হাফিজুর রহমান (৩৩) ও গোপালপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩৫)।
পুলিশ জানায়, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাদের বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর হাসান বাসির বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে।
শেখ মহসীন/আরএইচ/জেআইএম