দেশজুড়ে

প্রহসনের নির্বাচনে ফরিদপুরে ১০ শতাংশ ভোট পড়েছে: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেছেন, ৭ জানুয়ারি একটি ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য যারা এতে অংশ নিয়েছেন সবাই এক জায়গা থেকে সালাম নিয়ে নির্বাচন করেছেন। নির্বাচনে সারাদেশে কি হয়েছে জানি না, তবে আমার নিজ জেলা ফরিদপুরে মাত্র ৭-১০ শতাংশ ভোট পড়েছে।

রোববার (৩১ মার্চ) বিকেলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শাবা ওবায়েদ বলেন, আজ দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নাই। দেশের ১৭ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ ডামি সরকারকে ক্ষমতাচ্যুত করতে সংগ্রাম করে যাচ্ছে। এখন একটাই কথা অর্থনৈতিক মুক্তি, কথা বলার স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার চাই। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগের লুটপাটের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। অর্থাভাবে মানুষ নিজের পেটের সন্তান বিক্রি করছে। জনগণ এ সরকারকে চায় না। সারাদেশের মতো রাজবাড়ীতেও ১৬৭ নেতাকর্মী জেল খেটেছেন।

এসময় তিনি খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি করেন।

সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রুবেলুর রহমান/এনআইবি/জিকেএস