চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ২শত ২০ সাংবাদিক আটক রয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আটক হন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)’র একটি সংস্থা এ প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, যে সব দেশের কারাগারে সাংবাদিকদের আটক রাখা হয়েছে তার মধ্যে চীন প্রথম স্থানে রয়েছে। এছাড়া ইরান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ভিয়েতনাম, সিরিয়া, মিসর, মিয়ানমার, আজারবাইজান এবং তুরস্কের কারাগারেও সাংবাদিকরা আটক রয়েছেন।সিপিজে জানায়, সিরিয়ায় প্রায় ২০ সংবাদিক নিখোঁজ রয়েছে। অনেকেরই ধারণা নিখোঁজ সংবাদকর্মীরা জঙ্গি সংগঠনগুলোর হাতে অপহৃত হয়েছেন।চলতি বছর চীনের কারাগারে সবচেয়ে বেশি সাংবাদিক আটক রয়েছেন। ২০১৩ সালে বিশ্বে মোট ২শ ১১ জন সাংবাদিক কারাগারে যেতে বাধ্য হন। চলতি বছর সে সংখ্যা ২শ ২০ দাাঁড়িয়েছে। ইরান চলতি বছর ৩০ সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে। যদি গত বছরের এ সংখ্যা ছিল ৩৫ এ। তবে ২০১২ সালে এ সংখ্যা ছিল ৪৫ এ।