আন্তর্জাতিক

১৮৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে কমপক্ষে ১৮৫ জনকে অপহরণ করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। অপহৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।বর্নো প্রদেশের গুমসারি শহরে রোববার এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি জানা গেছে। বোকো হারামের একদল সশস্ত্র সদস্য সেখানে হামলা চালায়। অপহরণের পাশাপাশি শহরটির ৩২ জন বাসিন্দাকে হত্যাও করে তারা।বর্নো প্রদেশের চিবক শহর থেকে চলতি বছরের এপ্রিলে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট জনাথন গুডলাক স্কুলছাত্রী অপহরণের ঘটনার পর দেশটিতে সন্ত্রাসবাদ বন্ধের অঙ্গীকার করলেও দিন দিন সেখানে সহিংসতা বেড়েই চলেছে।