দেশজুড়ে

ডাকাতিয়া নদীতে চাল বোঝাই ট্রাক : চালকসহ নিহত ২

চাঁদপুরে চাল বোঝাই একটি ট্রাক ডাকাতিয়া নদীতে পড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোস্তফা (৬৫) ও আলাউদ্দিন (২৫)। আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-কাশেম (৩৫) ও নুরুল ইসলাম (২৭)। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানায়, সন্ধ্যার পর সোহেল ট্রান্সপোর্টের একটি ট্রাক চাল লোড করার সময় চালক গাড়িটির পজিশন ঠিক রাখতে গেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাকাতিয়া নদীতে পড়ে যায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এএসআই আওলাদ হোসেন হাসপাতালে আসেন। তিনি জাগো নিউজকে জানান, নিহত দু’জনের মধ্যে মোস্তফা ট্রাকের চালক। তার বাড়ি চাঁদপুর শহরের গুণরাজদি এলাকায়। আলাউদ্দিন নামে অপরজন ট্রাকের শ্রমিক। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন জাহানপুর গ্রামে। ইকরাম চৌধুরী/এসএস/এমএস