বিনোদন

গুগলে বছর সেরা জেনিফার লরেন্স

চলতি বছর দর্শকরা গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সকে। বক্স অফিসে তার অভিনীত ছবি `এক্স মেন : ডেজ অব ফিউচার ফাস্ট`, `দ্য হ্যাঙ্গার গেমস : মেকিং জে পার্ট ওয়ান` বহুল আলোচিত হওয়ায় এবং ইন্টারনেটে তার নগ্ন ছবি ছড়িয়ে পড়ার কারণে এ বছর গুগলে তাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে।এ বছর সার্চ হওয়া সেলিব্রিটিদের তালিকায় লরেন্সের পরই রয়েছেন কিম কারদাশিয়ান। তিন নাম্বারে রয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়ে গায়েত। তা ছাড়া প্রথম পাঁচজনের মধ্যে আরো রয়েছেন রেনে জোয়েলগারও। তবে ঘটনাচক্রে এ তালিকার প্রথম পাঁচজনই নারী।