রাজবাড়ীর পাঁচ থানার বিভিন্ন এলাকায় হারানো ১১১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম) এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার প্রমুখ।
পুলিশ সুপার জানান, এক মাসের ব্যবধানে রাজবাড়ীর পাঁচ থানায় জিডি প্রেক্ষিতে ১১১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের দেওয়া হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে ৪৪টি, গোয়ালন্দে ১৩টি, পাংশায় ২৩টি, কালুখালীতে ১৭টি ও বালিয়াকান্দিতে ১৪টি ফোন রয়েছে। এর আগে গত মাসেও ১০৯ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
এদিকে হারানো মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা আনন্দিত।
পুলিশ জানায়, জরনগণের উপকার করতে পেরে তারাও খুশি। তাদের এ কাজে হেডকোয়ার্টাস থেকেও দারুণভাবে উৎসাহিত করা হয় এবং তারাও আন্তরিকতার সঙ্গে কাজ করেন। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এনআইবি/এমএস