দেশজুড়ে

বাউফলে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় দ্বীনবন্ধু (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের ভাতিজা ইউপি সদস্য পরিতোষ হালদার জানান, গত ২২ মার্চ আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সামসুল হক ফকিরের ভাগ্নে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহসহ তার বাহিনী বাড়িতে এসে হামলা চালায়। এসময় পরিতোষকে তার পরিবারের সদস্যরা বাঁচাতে আসেন। এসময় সন্ত্রাসী হামলার শিকার হন পরিতোষের কাকা (চাচা) বৃদ্ধ দ্বীনবন্ধু (৬০) ও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হৃদয় চন্দ্র হালদার, ভুষন হালদার, শ্যামল হালদারসহ অন্তত ৫-৭ জন। সন্ত্রাসী হামলায় পরিতোষের কাকা দ্বীনবন্ধু মারাত্মকভাবে আহত হয়ে মাথায় রক্তক্ষরণ হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু দ্বীনবন্ধুর অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। ২৫ দিন পরে রোববার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাউফল থানা পুলিশের অফিসার ইনর্চাজ আ.য.ম ফারুকী জানান, নিহতের পরিবার মৃতের ঘটনা পুলিশকে অবহিত করেছেন। এ ঘটনায় আগেই মামলা হয়েছে এবং প্রধান আসামির ছোট ভাই সাইদউল্লাহ জেল হাজতে রয়েছে। পুলিশ আইনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবে।এমএএস/পিআর